১) আমাদের ওয়েবসাইট থেকে ডোমেইন এবং ওয়েব হোস্টিং কেনার পূর্বে অবশ্যই এখানে ক্লিক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

২) ডোমেইন এবং ওয়েব হোস্টিং অর্ডার করার পর ২৪ ঘণ্টার মাঝে আমরা পেমেন্ট ভেরিফাই করে আপনার ইমেইলে শুধুমাত্র ওয়েব হোস্টিং এর লগিন অ্যাক্সেস পাঠিয়ে দিবো।

৩) ডোমেইন এবং ওয়েব হোস্টিং এর বাৎসরিক মেয়াদ রিনিও করার জন্য মেয়াদ শেষ হওয়ার ৭ দিন পূর্বে আমাদের সাথে যোগাযোগ করুন।

৪) প্রিমিয়াম থিম, প্লাগিন সবসময় অরিজিনাল ডেভেলপার এর কাছ থেকে কিনে ব্যবহার করবেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে যে প্রিমিয়াম থিম বা প্লাগিন অনেকে ব্যবহার করে সেই নাল বা ক্র্যাক করা থিম এবং প্লাগিনে বিভিন্নি ধরনের মেলিসিয়াস কোড বা ভাইরাস থাকে। আমাদের সার্ভারে কোন ধরনের নাল থিম, প্লাগিন ইন্সটল করবেন না। যদি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে।

৫) ডোমেইন এবং ওয়েব হোস্টিং অর্ডার করার পর কোন রিফান্ড রিকুয়েস্ট করতে পারবেন না।

৬) ফাস্ট কোডারস হোস্ট থেকে ডোমেইন এবং ওয়েব হোস্টিং কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন। 

৭) কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।